ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাংরী নামক স্থানে সকাল পৌনে দশটার দিকে এই ঘটনা ঘটে । তুরান ৫, ফাহাদ আলম ৩২ নামে দুজন ঘটনাস্থলেই মারা গেছে। ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ মালেক জানান তাদের সবার বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় ।
হাইওয়ে ওসি মনজুরুল হক জানান, তারা ১৪ একটি টিম মাইক্রোবাসে হাওর ভ্রমণে যাচ্ছিল, উপজেলার ডাংরী নামক স্থানে আসতেই বিপরিতগামী একটি পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
#CBALO/আপন ইসলাম