রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী কালী মন্দিরের পাশে শুক্রবার সকালে দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় সুমন দালাল (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাঘমারা গ্রামের মিয়াজদ্দিন দালালের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, বাঘমারা গ্রামের সুমন দালাল প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল ৬টার দিকে তার নিজ বাড়ি থেকে টরকী বন্দরে কুলির কাজ করতে যাচ্ছিলেন। বার্থী কালী মন্দিরের পার্শ্ববর্তী মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাজারের দিক যাবার সময় পিছন থেকে আসা মোটর সাইকেল চালক ফয়সাল হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়।
মোটর সাইকেল চালক ফয়সাল হোসেন ও সুমন দালাল গুরুতর আহত হয়। উভয়কে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষনা করেন এবং ফয়ছাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।
#CBALO/আপন ইসলাম