সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

ই-পেপার

কাজিপুরে অসাধু ঔষধ ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমাণ আদালতে লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২০, ৭:১৭ অপরাহ্ণ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের কাজিপুরে নানান অপরাধে ৭জন অসাধু ঔষধ ব্যবসায়ীদেরকে লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এইসকল জরিমানা করা হয়েছে। সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর নেতৃত্বে কাজিপুর থানাধীন হাটশিরা বাজার ও সোনামুখী বাজার এলাকার বেশ কয়েকটি ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময়ে ড্রাগ সুপার সিরাজগঞ্জ (দায়িত্ব প্রাপ্ত), সহকারী পরিচালক মোঃ শেখ আহসান উল্লাহ ও ভোক্তা অধিকর সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক আহসান উদ্দীন রনির মাধ্যমে বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ, অননুমোদিত ও অনিবন্ধিত কোম্পানির ঔষধ, চিকিৎসকের স্যাম্পল জাতীয় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। এসকল অবৈধ ঔষধ ফার্মেসীতে রাখা ও বিক্রির অপরাধে অসাধু ব্যবসায়ীদেরকে মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন।

অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন, কাজীপুর উপজেলার হাটশিরা বাজারের ব্যবসায়ী মোঃ কোরবান আলী, মোঃ আব্দুর রহমান ও মোঃ মতিউর রহমান। এছাড়াও সোনামুখী বাজারের ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শহিদুল আলম ও মোঃ মাসুদুর রহমান। এছাড়াও ফার্মেসিগুলো হতে বিপুল পরিমাণ নিবন্ধন বিহীন ঔষধ, স্যাম্পল ঔষধ, ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমতিপ্রাপ্ত নয় এমন কোম্পানির ঔষধ ঘটনাস্থলে জব্দ ও বিনষ্ট করা হয়। উল্লেখিত ব্যক্তিদের ১৯৪০ সালের ঔষধ আইনের ধারা ১৮ এর (ক), (খ), (গ) তে বর্ণিত শর্তসমূহ প্রতিপালন না করায় ২৭ ধারায় সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সিরাজগঞ্জ র‌্যাব মিডিয়া অফিসের সিনিয়র সহকারী পরিচালক এম এম এইচ ইমরানের নেতৃত্বে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল এবং জেলা পুলিশের সদস্যগণ আদালতকে সহায়তা করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, জনস্বার্থে ও জেলার মানুষকে নিরাপদ রাখতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর