ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়েছে বহু ব্যবসায়ির সহায়সম্বল । শুক্রবার রাত আড়াইটায় উপজেলার পৌরসদরের চন্ডিপাশা চৌরাস্তা বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় যুবক রাহাত জানান, আগুনের তীব্রতা ছিল খুবই ভয়াবহ, ফায়ার সার্ভিসের দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আঃ মালেক জানান,অবসরপ্রাপ্ত সৈনিক আবুল হাসেমের মার্কেটে বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে ,, আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এতে প্রায় ৩৫ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা প্রায় কোটি টাকার মত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলে, তদন্ত সাপেক্ষে আরও বিস্তারিত বলা যাবে ।
#CBALO/আপন ইসলাম