শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৩ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের অভয়নগরে দেশের শীর্ষ পাঠকপ্রিয় পত্রিকা, সত্যের সন্ধানে নির্ভীক- দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন ‘যুগান্তর স্বজন সমাবেশ’র ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শিল্প শহর নওয়াপাড়ার ক্লিনিকপাড়ায় এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে অভয়নগরে যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হন- নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মো. ফারুক আহমেদ, যুগ্ম আহ্বায়ক পদে- গৌরাঙ্গ বিশ্বাস ও আবু দাউদ মোড়ল।

 

সদস্য সচিব নির্বাচিত হন- নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুর রহমান আসাদ ও কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোহন্ত বিশ্বাস, আসিফুল ইসলাম মোল্যা, রাজিব পাল, শেখ আহাদুজ্জামান আহাদ, আরিফ ইসলাম, শিবপদ শুভ, অভিজীৎ সাহা দীপ, মিনজহাজুল ইসলাম, বাঁধন রহমান, সাব্বির আহমেদ ও ফাতেমা আক্তার জুম্মা। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমন। অন্যদিকে যুগান্তর স্বজন সমাবেশের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর