জাকির আকন বিশেষ প্রতিনিধি, চলনবিল:
চলনবিলের তাড়াশ উপজেলার গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এর সাথে বিবাদের জেরে ৪জন শিক্ষকের আগষ্ট মাসের বেতন বন্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজে গত মার্চ মাসে গেট ভেঙ্গে হাটফেরত ৪জন নিহত হয় । এই ঘটনায় নিহতের স্বজনেরা অধ্যক্ষ আসাদুজ্জামানএর বিরুদ্ধে ৩ টি মামলা করেন । গেট নির্মাণের দায় এড়াতে কলেজের সহকারী অধ্যাপক মোজাম্মেল হক সহ ৪জন নামে মিথ্যা রেজুলেশন করার অভিযোগ এনে অধ্যক্ষ আসাদুজ্জামানের বিরুদ্ধে গত আগষ্ট মাসে আদালতে মামলা করে ৪জন কলেজ শিক্ষক ।
আদালতের নির্দেশে পি আই বি সিরাজগঞ্জ গত ২৩ আগষ্ট কলেজে তদন্ত করেছেন । মামলা করার কারণে অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান ৪ জন শিক্ষক মোজাম্মেল হক, আবুল বাশার,সুশীল কুমার মাহাতো ও রাশেদুল হাসানের আগষ্ট মাসের বেতন বন্ধ করেন । কলেজ শিক্ষক আবুল বাশার জানান জেলা প্রশাসন এর তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষ কমিটি গঠন না করেই গেট নির্মাণ করেছে তা উঠে এসেছে । কিন্তু অধ্যক্ষ আসাদুজ্জামান নিজের দায় এড়াতে মিথ্যা রেজুলেশন করায় আমরা মামলা করেছি ।এ বিষয়ে অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন কলেজের শৃক্সখলা বিধি ভঙ্গ করে কলেজ পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা করায় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৪ জন শিক্ষকের বেতন স্থগিত করা হয়েছে ।
#CBALO/আপন ইসলাম