মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:
পাবনা জেলার ভাঙ্গুড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,অনাবিল সংবাদের নির্বাহী সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানার মাতা মোমেনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার(০৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩ টার দিকে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
তিনি উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা নিবাসী মৃত ময়দান হাজী সাহেবের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ( ৮০ ) বছর। তিনি ১ সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণপ্রাহি রেখে গেছেন। বুধবার বাদ এশা স্বাস্থ্যবিধি মেনে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।