শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় রাস্তা দখল করতে শিক্ষা কর্মকর্তার দোকান নির্মাণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৯ পূর্বাহ্ণ

মোঃ আব্দুৃর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:

পাবনা ভাঙ্গুড়ায় ১শত ৩০ কোটি টাকার রাস্তার পার কেটে দখল করে দোকান নির্মাণ করছেন সহকারি শিক্ষা অফিসার ও অবসর প্রাপ্ত শিক্ষক। তাদের দুজনেরই নাম আয়নুল হক। উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামের ভাঙ্গুড়া টু নওগাঁ সড়কের পাটুল বাজারে এঘটনা ঘটে। তারা দুজনেই এলাকাতে প্রভাবশালী হওয়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট অভিয়োগ দিয়েছেন।

সরেজমিনে ঐতিহাসিক ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের পাটুল বাজারে গিয়ে দেখা যায় পাটুল বাজার মেইন রাস্তার পশ্চিম পাশ দিয়ে পাটুল বাজারে পাশাপাশি দুইটি দোকান ঘর নির্মাণের কাজ চলছে। মেইন রাস্তার এজিংএর পাশ দিয়ে প্রায় ৩০ ফুট পযর্ন্ত ৪ ফুট গর্ত করে মাটি কেটে কিছু অংশে ইটের গাঁথুনি করা হয়েছে। তারা দুজনেই প্রভাবশালী হওয়াতে স্থানীয় কারো কথায় কর্ণপাত করেনি। সে কারণে স্থানীয়দের অনেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবরে অভিযোগ দিয়েছেন।

চলন বিলাঞ্চলের বিলপাড়ের মানুষেদের জন্য যাতায়াতের সুবিধার ভাঙ্গুড়া টু নওগাঁ সড়কের জন্য পাবনা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের অনুরোধে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করা হয়। এই রাস্তা নির্মাণের ফলে তাড়াশ উপজেলা ও খানমরিচ ইউনিয়ন বাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। ফলে এই রাস্তার সুফল ভোগ করতে পারছেন ঐ এলাকার কয়েক হাজার মানুষ। কিন্তু কিছু অবৈধ্য দখলবাজ রাস্তার জায়গা দখল করার কারণে জনগণ রাস্তার সুফল ভোগ করতে পারছেন না।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও পাটুল বাজারের একাধিক দোকানদার বলেন, তারা দুজনেই প্রভাবশালী তাই তারা আমাদের কারো কথায় ভ্রæক্ষেপ করবে না।তবে রাস্তা দখল করে দোকান নির্মাণের বিষয়টি নিয়ে একাধিক ক্ষুদ্ধ ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এর প্রতিকার চেয়েছেন।

রাস্তা দখল কারী শিক্ষা কর্মকর্তা আয়নুল হক বলেন, জায়গা ফাঁকা ছিল তাই ঘর নির্মাণ করতে চেয়েছিলাম। রাস্তা দখলকারি আরেক প্রভাবশালী অবসর প্রাপ্ত শিক্ষক ও পাটুল বাজার কমিটির সভাপতি বলেন, ঘর নিমাণের কাজ উপজেলা চেয়ারম্যাণ বাধা দেওয়ার পর এখন বন্ধ আছে।

এব্যাপারে উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ বলেন , জনগণের চলা চলের রাস্তা কাউকে দখল করতে দেওয়া হবে না। রাস্তা দখল করে দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর