মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
“নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বৃহষ্পতিবার সকালে ২০২০-২০২১ অর্থ বছরে মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে মোবাইল কোট পরিচালনা করা হয়।
পাবনার আটঘরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলার দেবোত্তর ইউনিয়নের তারাহাশা সুইসগেট ব্রীজের দুইপাশে এক বিশেষ অভিযান চালিয়ে বাদাইজাল, কারেন্টজাল, বানা, ছাই জব্দ করে ভ্রাম্যমান আদালত বসিয়ে আগুন দিয়ে ধবংস করা হয়েছে।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ এর আইন অপরাধে তারাপাশ গ্রামের আরশেদ আলী নামক এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা সহকারি কমিশিনার (ভূমি) আরিফুজ্জামান। পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আ: রউফ, আটঘরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম এবং আটঘরিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, তারাপাশা বিল থেকে বাদাইজাল, কারেন্টজাল, বাঁশের খুটি, বেড়া, বানা অপসারন করা হয়েছে। এবং আড়াই থেকে তিন লাখ টাকার জাল জব্দ করে ধবংস করা হয়।
#CBALO/আপন ইসলাম