রফিকুল ইসলাম তাড়াইল প্রতিনিধি:
২নং রাউতি ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি মো: শাজাহান কবীর ভূইয়া এর পুত্র মো: মাহফুজুর রহমান মিঠু আজ সন্ধা ৬.৩০ মি: তাড়াইল আতকাপাডা ব্রীজে নিকট এক মর্মান্তিকে সড়ক দূর্ঘটনায় মারা যায় (ইন্না…..রাজিউন) তার মৃত্যতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যতে তাড়াইল তাড়াইল উপজেলা বি এনপি শোক প্রকাশ করেছেন। এবং রাউতি ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। ২ নং রাউতি ইউনিয়ানের চেয়ারম্যান নুর শরিফ উদ্দীন জুয়েল।
#CBALO/আপন ইসলাম