মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বর্ষা মৌসুমে ও বৃষ্টি হলেই রাস্তাটিতে কাদা-পানি জমে থাকা এলাকাবাসীর চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এলাকার জনগণ নিজ¯^ অর্থায়নে পানি নিস্কাশনের জন্য রাস্তার একপাশে পাইপ দিয়েছেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে মনোহারা গ্রামে ৫ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃ সায়েব আলী ও ময়েন সরকার এর উদ্যোগে গ্রামের রাস্তায় পানি জমে থাকায় সাধারণ জনগণ চলাচল করতে না পাড়ায় গ্রামের ১২শ পরিবারের লোকজন চাদা তুলে পানি নিস্কাশনের ব্যবস্থা করেছেন। এলাকাবাসী জানান, রাস্তাটিতে একটু বৃষ্টি হলে পানি জমে থাকে। এতে আমাদের চলাচল করতে অনুপযোগী হয়ে পড়ে। তাই আমরা গ্রামের সাধারণ জনগণ নিজস্ব টাকা দিয়ে পাইপ কিনে পানি নিস্কাশনের ব্যবস্থা করেছি।
সায়েব আলী জানান, প্রতি বছর সড়কটিতে এভাবেই কাদা পানি থাকায় চলাচল অনুপযোগী হয়। রাস্তাটি দিয়ে বেশ কয়েক গ্রামের সাধারণ জনগণ চলাচল করে থাকে। রাস্তাটির বিষয়ে ইউপি চেয়ারম্যানকে বেশ ক’বার জানানো হয়েছে। এখনো কোন কাজ হয়নি। সে জন্য নিজেরাই এলাকার সাধারণ জনগণ মিলে চাদা তুলে সড়কটির কাজ করছি। যাতে জনগণ অতি সহজে চলাচল করতে পারে।
#CBALO/আপন ইসলাম