সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা (৫৬) করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোর রাতে ঢাকায় ইবনেসিনা হাসপাতালে তিনি মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। আবু হাসান মির্জা মাধাই নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তার বাড়ি একই ইউনিয়নের ভাদাস গ্রামে। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মো. জামাল মিঞা শোভন বলেন, ৪ দিন আগে ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা শ্বাসকষ্ট নিয়ে এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় যান। পরে ঢাকায় ইবনেসিনা হাসপাতালে তিনি মারা গেছেন। পারিবারিক সুত্রে আরও জানা যায়, গত ৪ সেপ্টেম্বর তার করোনা পজেটিভ আসে। এরপর লাইফ সাপোর্টে সোমবার ভোরে তিনি মারা যান। তার এ মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
#CBALO/আপন ইসলাম