কে,এম আল আমিন :
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আজ থেকে সিরাজগঞ্জের ৯ টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দের বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় মোট ৩৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে বলে এ তথ্য নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত ই খোদা। তিনি বলেন, ইউএনও মহোদয়দের বাসভবনে নিরাপত্তায় মন্ত্রণালয়ের নির্দেশে আপাতত আমরা ৪ জন করে আনসার সদস্য (আগ্নেয় অস্ত্রধারী) মোতায়েন করেছি।
জেলার ৯টি উপজেলায় মোট ৩৬ জন আনসার সদস্য বর্তমানে দায়িত্ব পালন করছে। সিরাজগন্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার পারভেজ বলেন, শনিবার সন্ধ্যা থেকে আমার বাসভবনে চারজন আনসার সদস্য পালাক্রমে ডিউটি করছেন। এ সংক্রান্ত একটি পত্রও আমাকে দেয়া হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটে ঘটনার পর অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ইউএনওদের নিরাপত্তায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম