বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়ায় ধর্মিয় প্রতিষ্টানে প্রার্থনার নামে চলে অনৈতিক কর্মকাণ্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২০, ৪:৫৭ অপরাহ্ণ

বিষেশ প্রতিবেদক সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়ায় ধর্মিয় প্রতিষ্টানে প্রার্থনার নামে চলে অনৈতিক কর্মকাণ্ড। ধানদিয়া মিশন গির্জা, ফাতিমা রাণি মারিয়া গির্জা,য় প্রত্যেকদিনের ন্যায় (১২/১৫/২০২০) মঙ্গলবার সন্ধায় প্রার্থনার জন্য স্হানীয় ধিরেন মণ্ডল এর ছেলে শুভ মণ্ডল গির্জার ভিতর প্রার্থনার জন্য ব্যস্ত থাকায় তাকে লুকিয়ে স্হানীয় নিরঞ্জন গাইন এর পুত্র জসিম (২৪), ও পৌল সেনের মেয়ে লিমা (২৫) গির্জায় প্রবেশ করে গ্রীণ রুমে সময় কাটায়।

বিষয়টি শুভ মণ্ডল দেখতে পেয়ে ধর্মিয় প্রতিষ্টেনের ভিতরে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে শুভ মণ্ডল কে প্রথমে মেয়ে লিমা ও জসিম মারপিট করে পরে জসিম আরো ৭/৮ জনের একটি গ্রুপ মোবাইল করে ডাকে মারার জন্য। এসময় শুভর আত্মচিৎকারে পাড়ার সকলে ছুটে আসলে বিষয়টি সকলের কাছে জানাজানি হয়ে জায়।পরে স্হানীয় মেম্বর রওশন সহ সরসকাটি পুলিশ ফাড়ির আই, সি ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে স্ত্রীতিশিল থাকার অাহব্বান জানায়। এদিকে এ বিষয় নিয়ে স্হানীয় জনসাধারণের মাঝে কানাঘুষোর কমতি নেয়। কয়েকজন বলে মেয়েটি অনেকদিন যাবত এসব করছে, অধিক সুন্দরী হওয়ার একাধিক ছেলের সাথে প্রেমের সম্পর্ক করে তাদের সাথে প্রতরণা করে আসছ, এবার হয়ত শুধরে জাবে।

ধর্মিয় প্রতিষ্টানের ভিতরে এহেন কার্যকলাপের জন্য মিশন মাষ্টার লোকাস মণ্ডলের কাছে জানতে চাইলে তিনি ঘটনা শুনেছেন এবং উপরের কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান। এদিকে মিশন প্রধান ফাদার সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। ধর্মিয় প্রতিষ্টানের ভিতরে এহেন কার্যকলাপের জন্য মিশন পাড়ার সবাই ফুসে উঠেছে। এ বিষেয় শুভ মণ্ডল স্হানীয় ক্যাম্পে লিখিত অভিযোগ করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর