চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
চাটমোহর অনলাইন প্রেসক্লাবের এক সাধারন সভা শনিবার ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় নতুন বাজার অনলাইন পত্রিকা স্বাধীন খবর ডটকম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালেক।
সাংবাদিক সেখ সালাহ উদ্দিন ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস,এম হাবিবুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম রনি, মহিদুল ইসলাম খান, তোফাজ্জল হোসেন বাবু, শাহ আলম, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, আব্দুল মতিন, এস,এ মারুপ, শামীম আহমেদ, শামসুল হক প্রমূখ।
সভায় সর্বসম্মতিতে চাটমোহর অনলাইন প্রেসক্লাবে দৈনিক আজকালের খবর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমকে সভাপতি, সহ-সভাপতি সাপ্তাহিক চলনবিল বার্তা মোঃ মাহতাব উদ্দিন ও দৈনিক স্ব:তকন্ঠ প্রতিনিধি শেখ সাল্লাহ উদ্দিন ফিরোজকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠণ করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সম্পাদক দৈনিক জাগরণ প্রতিনিধি মহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রনি, অর্থ সম্পাদক দৈনিক বাংলার বার্তা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক নব-জাগরণ প্রতিনিধি আব্দুল মতিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, সম্মানিত সদস্য সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এসএম হাবিবুর রহমান, কার্যকরী সদস্য দৈনিক গণজাগরণ প্রতিনিধি সোহেল রানা জয় ও দৈনিক মাতৃজগত প্রতিনিধি শাহ আলম।
#CBALO/আপন ইসলাম