সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

মুজিব তুমি মিশে আছ –  প্রফেসর আবদুস সত্তার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ণ

মুজিব তুমি মিশে আছ বাংলার জল,রবি, শশির মাঝে প্রতিটি ধুলিকনা কাদা মাটি বালুকা রাশির মাঝে ভোরের স্নিগ্ধ রবির আলোর দ্যুতির ঝল সানিতে শিশির বাড়িতে অবগাহিত দুর্বাদলের মুক্তার ঝকঝকানিতে বাংলার পাখির কলকাকলিতে ভ্রমর মৌমাছির গুঞ্জরনে সাঁজের বেলা সন্দ্যা তারার মিটমিটে আলোতে কৃষকের ফসলের সবুজ শ্যামল মাঠে বাতাসের ঢেউয়ের দোলাতে পাকা ফসলের সোনালী রংএর আনন্দ উল্লাসেতে বাংলার বার মাসী গানে মারফতী মুর্শিদী জাটী সারী, বাউল গানের টানেতে মএজিব তুমি আছ শহীদ মিনারে জাতীয় স্মৃতি সৌধে লাল সবুজের পতাকায় বাংলার মানচিত্র পটে, মুজিব তুমি আছ বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে নয়নে নয়নে প্রানে প্রানে মহামিলনের টানেতে।

মুজিব মরনি, তুমি বেচে আছ বেচে রবে বাংলার জমিনে, শ্লোগানে শ্লোগানে জনতার মিছিলে,সোডাইন, সোভা যাত্রাতে, রায়ের বাজার, বদ্ধ ভূমিতে শহীদ বুদ্ধি জীবি সৌধে। রমনার রেসকোর্সে সেই জনসমুদ্রের অগ্নিময় ভাষ্যে বাংলার স্বাধীনতার সংগ্রামে দেশাত্মবোধক গানেগানে কবিতা,প্রবন্দে উপন্যাসে, নটকে, কিংবা চলচিত্রের পর্দাতে।সনীল গগনে মধু পূর্নিমার জোছনা ভরা শশির রুপেতে বাংলার স্নেহাতুর মায়া ভরা মায়ের কোলেতে। তুমি আছ গ্রীষ্মের মলয় মৃদু সমীরনে বর্ষার প্লাবিত বাংলার প্রকৃত অঙ্গনে, শরতের শুভ্র ডানাকাটা মেঘের আড়ালে।

কাশফুলে সজ্জিতা তটিনীর বাকে বাকে,হেমন্তের নবান্নের উৎসবে,কুলবধুর রাঙা ঠোটের হাসিতে শীতের রসের পিঠা পুলি,রোদের মিষ্টি আলোতে। কদম শাখে বসন্তের কোকিলের কুহু কুহু ধ্বনিতে, দোয়েল, পিকের কলতানে মুখরিত নবারুন প্রভায় উদ্দীপ্ত কুশুম কাননে। তুমি আছ আজীবন বাংলার লালিত স্বপনে, বছর পেড়িয়ে, যুগ কাল মাহা কালের যাত্রায় তোমার জয়গানে।

কবি প্রফেসর আবদুস সত্তার

সহকারী অধ্যাপক বাজারগোনা ডিগ্রী কলেজ, পটুয়াখালী,01779721394।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর