আমি মোঃ জামিলুজজামান, পিতা আনছারুজজামান, সাং আকড়াখোলা, পোস্ট – আকড়াখোলা, থানা- জেলা সাতক্ষীরা। আমাকে জড়িয়ে লিবিয়ায় প্রবাসী মোঃ মজিবর নামে যে ব্যাক্তি বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে আকড়াখোলা জামিল মাষ্টার ভয়ঙ্কর মানবপাচারকারী , লিবিয়ার যুবকের প্রাণ সংসয়, ইত্যাদি শিরোনামে সংবাদ মাধ্যমে যে সংবাদ পরিবেশন করা হয়েছে সেটি আমার দৃষ্টিগোচর হওয়ায় আমি উক্ত সংবাদের তিব্র প্রতিবাদ জানাই মোঃ মজিবর মজিবর নামে যে ফেসবুক আইডিতে আমাকে জড়িয়ে যে পোষ্ট দিছে তার সাথে আমার কোন সম্পপৃক্ততা নাই।
আমি তাকে চিনিনা বা সেও আমাকে চেনে না। ভুয়া ফেসবুক আইডি দিয়ে সাংবাদিকদের ভুল বুঝিয়ে যে সংবাদ পরিবেশন করেছে সেগুলো সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি একজন স্কুল শিক্ষক, সামাজিক ভাবে আমাকে হেয় করার জন্য এই সাংবাদিকদের ভুল বুঝিয়ে যে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
#CBALO/আপন ইসলাম