চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীনসহ তিন জনকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।অপর ব্যক্তিরা হলো ফরিদুপর উপজেলার বৃলাহিড়িবাড়ী গ্রামের ওয়াজেদ আলী ও সাইদুর রহমান। জযনাল আবেদীন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। তিনি উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের বাসিন্দা।
জানাগেছে, গতকাল বুধবার উপজেলার বিএলবাড়ি-বেতুয়ান সড়কে মাইকে ঘোষনা দিয়ে বৃলাহিড়িবাড়ী ও বেতুয়ান গ্রামের লোকজন লাঠি-সোটা এবং ধারালো অস্ত্র শ্বস্ত্র নিয়ে মুখোমুখি হলে পুলিশ তা প্রতিহত করে।
এ সময় জয়নাল আবেদীন ও অপর ব্যক্তিরা পুলিশের কাজে বাধা প্রদান করে। এমনকি তারা ওসি তদন্ত নাজমুল হকের ঘারের উপর লাঠি দিয়ে আঘাত করে।এছাড়া এসআই ইব্রাহিম খলিল ও এসআই সাজেদুর রহমানের উপরও তারা লাঠিচার্জ করে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। তখন একটি পক্ষের লোকজন বিএলবাড়ি মার্কেটে কয়েকটি দোকান ঘর ভাংচুর করে।
এ ব্যাপারে এসআই ইব্রাহিম খলিল বাদি হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা রুজু করেন।পুলিশ বাদী হয়ে,পোশাকী পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পরই বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে তিন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,যথাসময়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হওয়ার কারণে কোন বড় ধরণের দুর্ঘটনা ঘটে নি।তবে পুলিশের উপর হামলার ঘটনায় তিন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে এএসপি সজীব শাহরিন (চাটমোহর সার্কেল) বলেন,ওই ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পোশাকী পুলিশের উপর হামলার ঘটনা দুঃখজনক।
#CBALO/আপন ইসলাম