আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ার কয়রাবাড়ী বাজারে তাসমিতা জুয়ের্লাসে এক দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এসময় চোরেরা দোকান ঘরের টিনের চালা কেঁটে প্রায় সাড়ে চার লাখ টাকার স্বর্ণ চুরি হয়েছে বলে দোকান মালিক জানান। গতকাল দিবাগত রাতে উপজেলার কয়রা বাড়ী বাজারে এঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক নাঈম শেখ জানান, সারা দিন কাজকর্ম শেরে সন্ধা রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। সকালে এসে দোকান খুলে দেখি দোকানের ভিতরে সবকিছু এলামেলো হয়ে পড়ে আছে। ঘরের টিনের চালা কেঁটে দোকানে ভিতরে প্রবেশ করে ১শ ৭০/৮০ ভরি রুপা, পৌনে চার ভরি স্বর্ণ নগদ ৮/১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
#CBALO/আপন ইসলাম