সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

ই-পেপার

আফ্রিকায় ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস ‘মানকি পক্স’ মৃত্যু-১০

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ৮:৩৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

 আফ্রিকার দেশ কঙ্গোতে ছড়িয়ে পড়ছে এক নতুন ভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসের নাম ‘বানর পক্স’ বা ‘মানকি পক্স’। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এরইমধ্যে দেশটিতে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১৪১ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

কঙ্গোর চিকিৎসকরা জানিয়েছেন, সম্প্রতি ৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হন। ধীরে ধীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। আরো পাঁচ বছর আগেই আফ্রিকায় ‘মানকি পক্স’র সন্ধান পাওয়া যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরুরি বুলেটিনে বলা হয়, ‘বর্তমান করোনাভাইরাসের কারণে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে পুরো বিশ্ব। এমন অবস্থায় ‘মানকি পক্স’ নিয়ন্ত্রণে রাখটা জরুরি। বিশেষ করে কঙ্গোর সানকুরু এবং দক্ষিণ উবাঙ্গিতে এই ভাইরাসের আক্রান্তের হার বেশি বলে জানা গেছে।

মানকি পক্স হলো এমন একটি ভাইরাস সংক্রমণ যা ত্বকের উত্তেজক নোডুলগুলো দ্বারা চিহ্নিত করা হয়। এই রোগটি কঙ্গো এবং নাইজেরিয়ার গণতান্ত্রিক প্রজাতন্ত্রে দেখা গেছে। তবে ২০১৯-এর ৯ মে এই রোগটি সিঙ্গাপুরে পাওয়া যায় বলে জানিয়েছে সে দেশের সরকার।

প্রাথমিকভাবে মানকি পক্স রোগ মুরগির পক্সের মতো লক্ষণ রয়েছে যা জলযুক্ত নোডুলস। এই রোগটি বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন স্থানে লাল ছোট ছোট ফুঁসকুড়ি দেখা যায়। মানকি পক্স হলো এমন রোগ যা একজনের দেহ থেকে অন্যজনে ছড়িয়ে যেতে পারে, তবে এর মূল উৎস ইঁদুর এবং কাঠবিড়ালি এবং বানর বলে প্রাথমিকভাবে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর