স্টাফ রিপোটারঃ
সিরাজগঞ্জের এসপি মহোদয় কর্তৃক জেলার প্রত্যেক থানায় জনসেবামুলক আপ্যায়নের জন্য টি সামগ্রী বিতরণ করেছেন। তারই ধারাবাহিকতায় চৌহালী উপজেলায় থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস নতুন টিসামগ্রী দিয়ে জনসেবায় আপ্যায়নের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে ওসির কার্যালয়ে এসপি মহোদয়ের দেওয়া আগত অতিথিদের সেবার জন্য টি সামগ্রী পেয়ে উদ্বোধনের মধ্য দিয়ে চৌহালীতে টি আপ্যায়ন শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চৌহালী থানার ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ বাবুল, চৌহালী প্রেসক্লাব সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মোঃ ইদ্রিস আলী, রোকনুজ্জামান, আগামী ইউপি নির্বাচনে উপজেলার উমারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী (দোয়া প্রত্যাশী) মোঃ হেলাল উদ্দিন বিএসসিসহ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা। থানায় আগত অতিথিদের জন টিসেবা উদ্বোধনের মাধ্যমে আপ্যায়নের জনসেবা কাজ আজ থেকে শুরু।