কে,এম আল আমিন :
করোনায় কর্মহীনদের মাঝে আজ মঙ্গল বার সকালে সিরাজগঞ্জের চৌহালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ। দুস্থ ও অসহায় পাঁচ শত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিট। চৌহালী উপজেলা পরিষদ কাঁঠাল বাগান থেকে এলাকায় কর্মহীন শ্রমিকদের ও সাধারণ দিনমজুরদের মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে সাড়ে ৭ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫’শ গ্রাম করে সুজি প্যাকেট করে দেয়া হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস , উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ,ইউএনও মোছা: আফসানা ইয়াসমিন,উপজেলা আ’লীগের (ভা:) সভাপতি আবু নজির মিয়া ,আ’লীগের সাবেক সভাপতি হজরত আলী মাস্টার, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি রশীদ বাবুল ,উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিক খাঁন, উপজেলা ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল কাহার সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য গনি মোল্লা, খাষপুকুরিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুম সিকদার ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফ সরকার প্রমুখ ৷