আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের গুরুত্বপূর্ন একদন্ত-ধানুয়াঘাটা সড়কের বেহাল দশা। এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও মালবাহী গাড়ি চলাচল করে। সম্প্রতি টানা ভারী বর্ষণে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে প্রতিনিয়িতই গর্তে আটকে থাকে যানবাহন। কখনো কখনো উল্টে যাচ্ছে সিএনজি, ব্যাটারি চালিত রিকসা ও মালবাহি মিনি ট্রাক। এতে প্রাণহানির আংঙ্কা দেখা দিয়েছে। দেখলে মনে হয় এ যেন সড়ক নয় যেন মরণ ফাঁদ।
সরজমিনে দেখা গেছে, এই সড়কের কাঠগাড়া, দুবলিয়াপাড়া মোড়, ফলিয়ামোড়,চান্দাই মোড়ের অদুরে নগরচাচকিয়া নামক স্থানে বড় বড় গর্ত বা ডোবায় পরিণত হয়েছে। একারণে প্রতিদিন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কোনো যানবাহনে চড়লে কিছু দুর পর পর গর্তে সামনে গেলে নেমে হেঁটে গর্ত পার হতে হয়। আবার পুনরায় গাড়িতে চড়তে হয়। এসব সড়কের মালামাল পরিবহনেও দূর্ভোগ শেষ নেই। সড়কের এমন দূর্শায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এই সড়ক দিয়ে চলাচলরত একদন্ত এলাকার শিক্ষক রমজান আলী মাস্টার জানান, সড়কটিতে বড় বড় গর্তেও কারনে ভোর্গান্তিতে রয়েছে তারা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদার, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার জানান, এই সড়কটি একান্ত- ধানুয়াঘাটার অত্যন্ত গুরুত্বপূর্ন সড়ক। সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে যান চলাচলের বড় বড় গর্তের সৃষ্টি ও সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও সাধারন পথচারীদের। এব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে মৌখিক ভাবে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী এএইচএম রবিউল আউওয়াল রিজভী জানান, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ন সড়ক। তিনি সড়ক ভাঙ্গণ এলাকা পরিদর্শন করে শিগগির গর্ত গুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠিয়েছেন।