রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন গর্ভধারিনী মা।থানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের মৃত. অচিন্ত মালাকারের ছেলে হৃদ্র্র মালাকার (২১) এলাকার খারাপ ছেলেদের সাথে মিশে দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছিলো। মাদকের টাকার জন্য নেশাগ্রস্থ ছেলে হৃদ্র প্রায়ই তার মা অর্পনা মালাকারকে গালমন্দ করত, এমনকি নেশার টাকা না দিলে মাকে মারধর করত ছেলে হৃদ্র।
নেশাগ্রস্থ ছেলের অতিষ্ট সহ্য করতে না পেরে মা অর্পনা মালাকার বাদী হয়ে রবিবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করলে ওই দিন বিকেলে এসআই মামুন হৃদ্র মালাকারকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। রবিবার বিকেলে হৃদ্রকে বরিশাল আদালতে প্রেরন করে পুলিশ।
এসআই মামুন সাংবাদিকদের জানান, নেশাগ্রস্থ ছেলে হৃদ্র মালাকারের মা অর্পনা মালাকারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।