উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের প্রধান সড়কে রোববার বেলা ১২ টায় পবিত্র ১০ মহররম উপলক্ষে মানববন্ধ ও শোক শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘ, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করেন ।
কারবালার শোকাবহ ঘটনা বহুল এই দিনটি মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপুর্ন এইদিনে কারবালায় হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালন করে থাকে মুসলিম বিশ্ব। তারই ধারাবাহিকতা উপজেলার বন্যাকান্দিতে ইমাম হোসাঈনের হত্যার বিচার চেয়ে বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘ বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালনের জন্য মানববন্ধ ও শোক শোভাযাত্রার আয়োজন করেন।
এ সময় উক্ত অনুষ্ঠানে এলাকার হোসাঈন অনুসারী শতাধিক লোকের উপস্থিতে স্বাস্থ্য বিধি মেনে বক্তব্য রাখেন বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘ, বাংলাদেশ এর উপদেষ্টা শিবলী নোমান, সিরাজগঞ্জ জেলা বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘ, বাংলাদেশ আহবায়ক মফিজুল আলম, কেন্দ্রী কমিটির সাধারন সম্পাদক কবি ওমর ফারুক, সংগঠনের উপদেষ্টা আব্দুল মজিদ চিশতি প্রমুখ।