নাঈম ইসলাম তাড়াইল,কিশোরগঞ্জে প্রতিনিধিঃ
প্রখ্যাত লেখক ও সাংবাদিক রাহাত খান আর নেই। ওনার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। তাড়াইল উপজেলা ” পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছে তাড়াইলবাসী। জন্ম: রাহাত খান ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা জাওয়ার ইউনিয়ানের জাওয়ার উঃপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। [৪] শিক্ষা জীবন শেষ করে খান ময়মনসিংহ জেলার নাসিরাবাদ কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। ১৯৬৯ সালে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালের জুলাই মাসে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান।
সাহিত্য:খান ছোটগল্প ও উপন্যাস- উভয় শাখাতেই অবদান রেখেছেন। ১৯৭২ সালে তার প্রথম গল্পগ্রন্থ অনিশ্চিত লোকালয় প্রকাশিত হয়। তার পরবর্তী উপন্যাস ও গল্পগ্রন্থে’র মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অমল ধবল চাকরি, ছায়াদম্পতি, শহর, হে শূন্যতা, হে অনন্তের পাখি, মধ্য মাঠের খোলোয়াড়, এক প্রিয়দর্শিনী, মন্ত্রিসভার পতন, দুই নারী, কোলাহল ইত্যাদি।[৫] পুরস্কার সম্পাদনা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৩)[৬] সুহৃদ সাহিত্য পুরস্কার (১৯৭৫) সুফী মোতাহার হোসেন পুরস্কার (১৯৭৯) আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার (১৯৮০) হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৮২) ত্রয়ী সাহিত্য পুরস্কার (১৯৮৮) একুশে পদক (১৯৯৬)।