কে,এম আল আমিন :
জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের পৌর এলাকায় যমুনা নদীর হার্ডপয়েন্ট কাওয়াকোলা, মেছড়া, খোকসাবাড়ী, ছোনগাছা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত অসহায়, দুঃস্থ ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মু্ন্না।
সিরাজগঞ্জের কৃতিসন্তান, জনতা ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ, ডিএমডি মোঃ ইসমাইল হোসেন, জনতা ব্যাংক লিমিটেড কার্যালয় রাজশাহীর মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন,ডিজিএম বজলুল হক, সিরাজগঞ্জ জেলা আ,লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর প্যানেল মেয়র হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাসিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ । ত্রাণসামগ্রী প্যাকেটের মধ্যে ছিল, চাল-১০কেজি,ডাল-২কেজি-আলু-৪কেজি,তেল-১কেজি, সাবান-১টা।