সিংড়া(নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার বিলদহরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হাসান (৩৫)। বৃহস্পতিবার দুপুরে বিলদহর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে তাঁর উপর হামলা করা হয়। আহত হাসান আলী মহিষমারী গ্রামের আব্দুল লতিফের পুত্র। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে।
সে মুত্যুর সাথে পান্জা লড়ছে। হাসানের ভাই জামাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিলদহর বাজার থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে ডাহিয়া গ্রামের তসের ফকির পুত্র সাইফুল(৪০),গোটিয়া মহিষমারী গ্রামের আঃ রশিদ এর পুত্র নূর মোহাম্মদ(৩৬) ও বিলদহর দড়ি মহিষমারী গ্রামের মৃত- খুশুর পুত্র রিপন(২৪) চাপাতি, চাইনিজ কুড়াল, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে তাঁকে মারাত্নক জখম করে এসময় তাঁর কাছ থেকে ২ লক্ষ ১০ হাজার ছিনিয়ে নেয়, পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে হাসানের ভাই সাইফুল বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। সিংড়া থানার ওসি নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।