শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতির মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ৫:১৪ অপরাহ্ণ

আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ওরোফে সি আর দত্তের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ আগস্ট) সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে দক্ষিণ মেন্দা কালিবাড়ি মন্দির চত্বরে এই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাঙ্গুড়া শাখার সভাপতি প্রফেসর ভাবেশ কুমার দে।

 

বিশিষ্ঠ পুরাহিত পৌর পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক, প্রদীপ কুমার গোস্বামী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মলায় কুমার দেব, প্রচার সম্পাদক বিকাশ কুমার চন্দ, বাংলাদেশ পুজা উদযাপন কমিটির ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুভাষ কুমার সূত্রধর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাঙ্গুড়া পৌর শাখার সাধারণ সম্পাদক রণজিত কুমার হলদারসহ প্রমুখ। এর আগে বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রসঙ্গত,বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ওরোফে সিআর দত্ত গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর