ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদাদুল হক মনির আজ(মঙ্গলবার) সন্ধ্যায় ঝালকাঠি কলেজ রোডস্থ একটি চেম্বারে সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ কূটকৌশল অবলম্বনের মাধ্যমে এক বিবাহিত দুষ্ট নারীকে প্ররোচিত করে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে মিথ্যা তথ্য দিয়ে একটি মামলা দায়ের করেছে। এ নারীর পিতা একজন পলাতক প্রবাসী। পরিবারের সাথে এর পিতার কোন সম্পর্ক নাই। তিনি আরো বলেন, একটি কূচক্রী মহল নৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। তিনি এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।