শামীম হাসান সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চলতি নদীর তীরে অবস্থান রামপুর গ্রাম। সেখানে নদীর তীরে ফসলি জমি আবাদের জন্য বসানো হয়েছে বি,এ,ডি,সি ব্যবস্থাপনায় ভাসমান পল্টুনে পানির পাম্প। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই পানির পাম্পগুলি নিঃসন্দেহে এলাকার উপকার করছে। পাম্প চালাতে প্রয়োজন হয় বিদ্যুতের। সে জন্য নদীর তীরেই মাটিতে বসানো হয়েছে তিনটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফর্মার। যার অবস্থান একেবারে মাটিতে এবং অরক্ষিত খোলা অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। মাটিতে থাকার ফলে এর সাথেই গবাদিপশুর অবাদ বিচরণ।
এমনকি গ্রামের ছোট ছোট কোমলমতি শিশুরাও অবাদে সেখানে খেলাধুলা করে। একটু অসাবধান বা বেখেয়ালী হলেই ঘটে যেতে পারে প্রাণনাশের মত মারাত্মক দূর্ঘটনা। অবুঝ শিশুরা খেলার ছলে যদি। ভাবতেই গা শিওরে উঠে। সাধারণ মানুষের নজরে যদি তা আসে তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বা বিদ্যুত বিভাগের নজরে আসে না কেন। কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর বিনীত অনুরোধ কোন রকম দূর্ঘটনা ঘটার আগেই যেন এর প্রতিকার করা হয়।