কে,এম আল আমিন :
চাঞ্চল্যকর রুপা হত্যার ৩ বছরেও বিচার না পেয়ে তাড়াশে প্রতিকী মানব বন্ধনে কাঁদলেন রুপার ২ ভাই। আজব মঙ্গলবার রুপার তৃতীয় মৃত্যু বার্ষিকীতে সিরাজগন্জের তাড়াশ উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে এই প্রতীকী মানববন্ধন কর্মসূচী পালন করেন রুপার ২ ভাই। এ সময় বোন হত্যার বিচারের দাবীতে কথা বলতে গিয়ে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সিরাজগঞ্জের তাড়াশের মেয়ে রুপাকে চলন্ত বাসে সংঘবদ্ধ চক্র ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যা করে। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে রুপার মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ওই রাতেই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করে। পরদিন ময়না তদন্ত শেষে রুপার মরদেহ বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় গণধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। পরের দিন পত্রিকায় প্রকাশিত খবর দেখে রুপার ভাই হাফিজুর রহমান মধুপুর থানায় গিয়ে ছবি দেখে বোন রুপার লাশ শনাক্ত করেন। এরপর মামলার প্রেক্ষিতে ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারী নিম্ন আদালতে ৪ আসামীর মৃত্যুদণ্ড ও ১ জনের ৭ বছরের সশ্রম কারাদণ্ড হলেও আজও চাঞ্চল্যকর রুপা গণধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানি শুরুই হয়নি।