গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁচকৈড় শাখার আয়োজনে গুরুদাসপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপনের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মুজিব বর্ষের আহব্বান- লাগাই গাছ বাড়াই বন” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বক্তারা। মঙ্গলবার ওই অনুষ্ঠানে প্রকল্পের সদস্যদের মাঝে বিনামূল্যে ৩ হাজার বৃক্ষ বিতরণ করেন অতিথিরা। সভায় ব্যাংকটির শাখা প্রধান মোহা. নূর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান শি¶ক মো. জাহাঙ্গীর আলম মিঠু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমএম আলী আক্কাছ।
স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার মোহা. আব্দুল মতিন, জুনিয়র অফিসার মো. ইউসুফ আলী ও কোরআন তেলাওয়াত করেন ইউনিট অফিসার মো. শফিকুল ইসলাম।