মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

ই-পেপার

সিংড়ায় সাবেক এমপি আজাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৫:০৬ অপরাহ্ণ

সিংড়া প্রতিনিধিঃ

নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। আজ সোমবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক এড. মজিবুর রহমান মন্টুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু,শাহাদত হোসেন,শারফুল ইসলাম বুলবুল।

 

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন শাখা,মহিদুল ইসলাম। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভিপি শামীম হোসেন,শরিফুল হাসান মৃধা, আফছারুজ্জামান,আসাদুজ্জান মিঠু, সেচ্ছাসেবকদলের সভাপতি হিরাদুল ইসলাম,সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-মমিন প্রমুখ। উল্লেখ্য, ২০১৫ সালের ২৩শে আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় মারা যান তিনি। এড. আবুল কালাম আজাদ ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিন হন।

 

পরে ২০১৪ সালের ২৯শে ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হন। এর আগে সিংড়া পৌরসভা ঘোষণার আগে ১৯৮৮ সালে সিংড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিন হন। তিনি ১৯৯৭ সাল থেকে মৃত্যু পর্যন্ত দীর্ঘ ১৮ বছর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দোয়া মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর