ফিরে যেতে মন চায়
সেই কৈশোরের দুরন্তপনায়
সহপাঠীদের সাথে আড্ডায়।
ফিরে যেতে মন চায়
ডা: নিতাই কাকার দোকানে
চোখ ডুবে থাকতে
খবরের পাতায়।
ফিরে যেতে মন চায়
কলেজ মাঠে ঘাসের উপর
বাদাম খাওয়ার আড্ডায় ।
ফিরে যেতে মন চায়
পিএনপির গৌতম দার
সেই পথ নাট্যশালায়।
ফিরে যেতে মন চায়
মুক্তমনে ঘুড়ে বেড়াতে
মৃদু মিষ্টি সন্ধা বেলায়।
ফিরে যেতে মন চায়
বাজারে নেতাদের সাথে
চায়ের কাপের আড্ডায় ।
ফিরে যেতে মন চায়
বন্ধুদের সাথে রাত্রে
পালাগান ও যাত্রামঞ্চ
দেখার নেশায় ।
লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
গ্রাম- লাঙ্গলমোড়া, পো:-ঘুড়কা
উপজেলা- রায়গঞ্জ,জেলা- সিরাজগঞ্জ, বাংলাদেশ।
মোবাইল-০১৭৪০-৭১৪৬৫৬