শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় ব্র্র্যাকের দুগ্ধ খামারিদের মধ্যে গো-খাদ্য ও ওষুধ বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৩:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্থ ২ হাজার ৬শত ৮৩জন দুগ্ধ খামারিদের মধ্যে বিনামূল্যে প্রায় ৫৪ মেট্রিক টন গো-খাদ্য ও কৃমিনাশক ওষুধ বিতরণ করেছে ব্র্যাক ডেইরি ফুড এন্ড প্রজেক্ট। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ব্র্যাকের শাহজাদপুর অঞ্চলের অন্তর্গত ভাঙ্গুড়া উপজেলার জগাতলা ব্রাক চিলিং সেন্টারে এ সব বিতরণ করা হয়।

ব্র্যাক মিল্ককালেকশন ম্যানেজার ডাঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও আজিদা পারভীন পাখি। এ সময় জেলা সমনায়ক আরিফুর রহমান,লাইভস্টক সার্ভিস ডিপুটি ম্যানেজার ডাঃ রিপন মিয়া,ভাটেনারী সার্জন ডাঃ মাহবুব হাসান,ডাঃ আমিনুল ইসলাম,ডাঃ একরাম আলী,ভাঙ্গুড়া এলাকার ব্যবস্থাপক মাহবুবুর রহমান,ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মানিক হোসেন প্রমুখ।

ভাঙ্গুড়া এলাকার ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, উপজেলার মোট ৩২টি চিলিং সেন্টারের আওতায় ২ হাজার ৬শত ৮৩ জন দুগ্ধ খামারির প্রায় ৭.৫ হাজার গাভীর ১৮৯.৫৫ টন খাবারসহ প্রায় ১৫ হাজার বাছুর,ষাঢ় ও বকনার কৃমিনাশক প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর