শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
করোনা ভাইরাস (কভিড-১৯) এর প্রাদুর্ভাবের শুরু থেকেই শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠন অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১২ মে) শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের দুজন স্বেচ্ছাসেবী আহসান হাবিব মিন্টু ও মামুন হোসেন তাদের ব্যক্তিগত উদ্যোগে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকায় দুটি হিন্দু পরিবার সহ প্রায় ৫০ টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তৈল, ছোলা, আলু, খেজুর বিতরণ করেন।
এই কাজে পুর্বের ন্যায় এবারও ৫০০০ টাকা দিয়ে সহযোগিতা করেন Do sumthing charity নামক একটি দাতা সংগঠন। শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে Do sumthing charity সংগঠনের প্রতি। সর্বদা এভাবে পাশে থাকার জন্য।
এবিষয়ে শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, এই করোনা যুদ্ধে সংগঠনটি এপর্যন্ত প্রায় ২৫০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে। এবং আগামী ঈদের আগে কিছু অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার পৌঁছে দিবে বলেও আশা প্রকাশ করেন তিনি।