“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ফিতা কেটে এবং পায়রা অবমুক্তের মাধ্যমে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। প্রাণিসম্পদ প্রদর্শনীর ২৯টি স্টল পরিদর্শন করেন তিনি। স্টলগুলোতে উন্নতজাতের দুম্বা, গাড়ল, তোঁতাপরী, ঘোড়া, বিদেশী বিড়াল, মহিষ, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রজাতির পশু সকলের নজর কাড়ে।
এরপর বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবক আব্দুল খালেক মোল্লা, সাংবাদিক আলী আক্কাছ, খামার উদ্যোক্তা আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, খামারীরাসহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।