মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ সিরাজুম মনিরার বিদায় সংর্বধানা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শিক্ষা অফিস কার্যালয় কক্ষে এক ঘরোয়া পরিবেশে এই বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান খাজা।
বিদায় সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা মোছাঃ নাহিদা পারভীর, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আলহাজ আশরাফ আলী, শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান মনি, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, একদন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা খাতুন প্রমূখ।