শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

চৌহালীর খাষপুখুরিয়া ইউপিতে  ৫৪৫ পরিবারের মাঝে জি আর চাল বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৫:২৪ অপরাহ্ণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মরবে না, তারই ধারাবাহিকতায় মাননীয়  প্রধানমন্ত্রী করোনা ভাইরাস ( কোভিড-১৯)  মোকাবেলারসহ  ভাঙন ও পানি বন্ধি অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত পানি বন্ধি নদী ভাঙ্গন  অসহায় মানুষের মাঝে  দ্রুত জিআর চাউল পৌঁছে দিচ্ছেন চৌহালী উপজেলা প্রশাসন।

উপজেলার যমুনা  নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে তলিয়ে গেছে  ফসলি জমি,কাচা রাস্তাঘাট,বসতভিটা,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান,কবরস্থান ও পাকা সড়ক। চর্থবারের মত পানি বেড়ে যাওয়ায় জমির ফসল ঘরে তুলতে পারেনি কৃষক। বাড়ির উঠানে  পানি উঠে  তলিয়ে যাওয়ায় গৃহপালিত পশুপাখি নিয়ে মানবেতর জীবন যাপন করছে সাধারণ মানুষ। বর্ষা,বন্যা, ভারিবর্ষন  ও করোনাকালীন এ সময়ে সাধারণ মানুষের আয়ের উৎস বন্ধ। জমির বাদাম, পাট, তিল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। এদিকে  তৃতীয় ভারের মতো পাহাড়ি ঢলে উজান থেকে ধেয়ে আসছে পানি, এতে গবাদিপশু হাস মরগী নিয়ে বিপাককে সাধারণ মানুষ । অসহায় দুঃস্থ বানভাসি মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(২০জুলাই) সকালে  খাষপুখুরিয়া  ইউনিয়ন পরিষদ থেকে এসব নদী ভাঙন ও বন্যায় দুর্গত পানি বন্ধি মানুষেমানুষের মধ্যে  জি আর চাল ৫৪৫ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন ,  উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ( ট্যাগ)  মো গিয়াসউদ্দিন, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ সরকার,  খাষপুখুরিয়া বি এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু দাউদ সরকার, বোরহান উদ্দিন সরকার, নজরুল ইসলাম প্রেসক্লাব সভাপতি মোঃ মাহমুদুল হাসান  প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ,ইউপি সদস্য  ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর