শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন শীর্ষক কর্মশালা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৫:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

পাবনার ভাঙ্গুড়ায় ‘গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত’¡ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)র’ বাস্তবায়ন ও সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন এবং গ্রাম আদালত সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।

ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, আইনের শাসন ও মামলার জট কমাতে গ্রাম আদালতকে নারীর অংশগ্রহণের মাধ্যমে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কাজের গতি বাড়াতে এ কর্মশালার মাধ্যমে নারীদের আরো প্রশিক্ষিত করে তোলার আহবান জানান তিনি।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন,গ্রাম আদালত স্বক্রিয়করণ প্রকল্প ২ এর ইউএনডিপির জেলা ফ্যাসিলিটেটর বাবুল আক্তার ও উপজেলা সমন্বয়কারী মোঃ বিপ্লব হোসেন প্রমুখ।
উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ বিপ্লব হোসেন বলেন, কর্মশালায় উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ১৮ নারী জনপ্রতিনিধি সহ ৬জন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর