শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়া পৌরসভার অফিস কক্ষের আধুনিকায়নের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৫:৩০ অপরাহ্ণ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মেয়রের অফিস কক্ষের আধুনিকায়ন ও ডিজিটালাইজ করণের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর ভবনে সুজ্জিত অফিস কক্ষের ফিতা কেটে উদ্বোধন করেন পৌর মেয়র ও অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ওসমান গণি প্রাং।

পৌর সভার নিজস্ব অর্থায়নে সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে মেয়রের অফিস কক্ষ ও সম্মেলন কক্ষ আধুনিকায়নের কাজ শেষ হওয়ার পর ফিতা কেটে এই উদ্বোধন করা হয়।উদ্বোধন শেষে উপস্থিত সকলকে পৌর ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।তিনি তার বক্তব্যে বলেন, পৌরভবনে মেয়র ও কাউন্সিলদের বসার ও সম্মেলন কক্ষের আধুনিকায়নের কাজ করতে পেরে তিনি গর্ববোধ করছেন।কারণ পরবর্তীতে যে কেউ ক্ষমতায় আসলেও এই সুজ্জিত অফিস ও সম্মেলন কক্ষটিতে বসতে পারবেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, গুলশাহানারা লিপি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র মোঃ আব্দুর রহিম, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন খান, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহববুব উল আলম,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান, যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলী খান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সাইদুল হোসেন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওমর ফারুক রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দীন খান, কাউন্সিলর বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর