শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে ২৯ সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৩:৩৭ অপরাহ্ণ

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:

করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে কর্মরত সাংবাদিককদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছ।রোববার সন্ধায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে জেলার ২৯ জন সাংবাদিকের মাঝে মাথাপিছু ১০ হাজার টাকার চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম।

 

প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক শাহিন ফেরদৌস,গোলাম সারোয়ার স¤্রাট,সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ।

 

সাংবাদিকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,সাংবাদিকরা সাধারণ মানুষের দু:খ কষ্ট মিডিয়ায় তুলে ধরলেও নিজেদের দু:খ কষ্টের কথা কোথাও বলতে পারেন না।দেশ স্বাধীনের পর কোনদিন কোন সরকার তৃণমূলের সাংবাদিকদের কথা ভাবেন না।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় আর্থিক সংকটে থাকা সাংবাদিককের কষ্টের কথা ভেবে যে আর্থিক সহায়তা দিলেন তা মাইল ফলক হয়ে থাকবে।শেষে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিঢিয়ার ২৯ জন সাংবাদিকের হাতে মাথাপিছু ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর