প্রদীপ কর্মকার তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক রজত ঘোষ।
বুধবার সকালে উপজেলার সদরের মেসার্স পার্থ এন্টারপ্রাইজ ও তনু ফিসারীজের স্বতাধিকারী তাড়াশ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রজত ঘোষ তার ব্যাক্তিগত অর্থায়নে নিজ বাসভবন থেকে ২০০জন হতদরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি , মসুর ডাল , আলু, সাবান ও গুড়া দুধ।
এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক রজত ঘোষ বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও নৈতিক দায়িত্ববোধ থেকে এই মানবিক সহায়তা নিয়ে নিজ উদ্দ্যেগে অসহায় পরিবার গুলোর পাশে দাড়িয়েছি। তিনি সরকারের পাশাপাশি এই সংকটময় মুহুর্তে মানবতার কল্যানে অসহায় মানুষের পাশে দাড়াতে সকলের প্রতি আহবান জানান।