মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
দেশে চলমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে নিজস্ব কর্মী বা ছেলে সাথে নিয়ে নয় নিজে করোনা দুর্যোগ মোকাবেলায় মাননীয় এমপি জনাব তানভীর ইমামের ব্যাক্তিগত অর্থায়নে সাধারন খেটে খাওয়া মানুষ সহ বিভিন্ন পেশাজীবিদের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন সলপ ইউনিয়নের সাধরণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু।
তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার রাত ১০ টায় উল্লাপাড়া সাপ্তাহিক জনতার সংগ্রাম পত্রিকা অফিসে ধোপা সম্প্রদায় শ্রমজীবিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিয়াজুল ইসলাম সবুজ।