মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী নানা যথাযোগ্য মর্যাদায় আয়োজনে পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দিন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন দিবসটি পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা, বৃক্ষরোপন কর্মসূচী ,মিলাদ মাহফিল, এতিম শিশুদের মঝে উন্নত খাবার পরিবেশন,দোয়া ও তাবারক বিতরণ করা হয়।
দিবসের শুরুতে উপজেলা চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ বাকী বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান,পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল ,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
আলোচনার আগে উপজেলা চত্বরে দিবসটি উপলক্ষে বৃক্ষরোপন করা হয়। এরপর উপজেলা চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটরিয়ামে আলোচনা শেষে দিবসটি উপলক্ষ্যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণ করা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে পৌর ও দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গুবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল । এরপর পৌর চত্বরে বৃক্ষ রোপন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়রের পক্ষ থেকে দুপুরে শতাধিক এতিম শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন করেন।
পরে দলীয় কায্যালয়ে আলোচনা ও দোয়া শেয়ে তাবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীদের নেতা কর্মী অংঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।