মোঃ ফজলুল হক, পাবনা:
বয়ে যাওয়া পদ্মায়, মেঘনায়, যমুনায় সুর তুলে মাঝি গায় তোমারি গান তোমারি আহ্বান, জেগেছে কোটিপ্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অাজ শনিবার সকাল ১০ টায় পাবনার হিমায়েত পুর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চারটি ফলের চারা রোপণ করেন পাবনা ও সিরাজগঞ্জ আসনের মাননীয় সাংসদ ও পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের সাবেক সাধারণ সম্পাদক যুগল কিশোর রায়, ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস কুমার রায়, পরিচালনা পরিষদের সদস্য বলাই কৃষ্ণ সাহা, কোষাধ্যক্ষ শুনিল কুমার রায়, ডাং পিন্টুরঞ্জন রায়, অনিশ চন্দ্র ঢালি ও দ্বিসংর সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা পৌর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হিরোক, যুবলীগ নেতা শাহীন শেখ, আজাদ শেখ, জাহিদুল ইসলাম, সুজন শেখ, আজমত আলী, তাম্মা শেখ, সোহেল অারমান ও পাবনা জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক শাকিল শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ সৎসঙ্গের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।