পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটায় রাতের আঁধারে জমির পাশের রোপনকৃত ফলজ ও কাঠের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে মাঠে গিয়ে জমির গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান জমির মালিক সুব্রত কুমার রাহা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঐ ভূক্তভোগী তিনি। ক্ষতিগ্রস্ত সুব্রত কুমার রাহা উপজেলার পাথরঘাটা হিন্দুপাড়া মহল্লার শান্তি পদ রাহার ছেলে।
থানা অভিযোগ সূত্রে জানা যায়, সুব্রত কুমার রাহা গত বছরের ২২ শে জুন ভাঙ্গুড়া সাব রেজিষ্ট্রী অফিসের মাধ্যমে ১৬৪৬ নং বিক্রয় কবলা দলিল মূলে বিদুষ বর্মন এর নিকট হতে ৩০ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলো। জমিটি পাথরঘাটা মৌজার আরএস খতিয়ান নং ৫২৮ এবং আর.এস দাগ নং ৭১৮। এই জায়গার সীমানা নির্ধারণ করে খুটি পুতিয়া রাখে রাহা। এর কিছুদিন পরেই সীমানায় থাকা খুটি রাতের আঁধারে দুর্বৃত্তরা ভেঙে দূরে ফেলে রাখে। এরপরে রাহা জমিতে বিভিন্ন ফলের গাছ, কাঠের গাছ রোপন করে। এমত অবস্থায় গত শুক্রবার গভীর রাতে আবারো দুর্বৃত্তরা তার লাগানো কাজগুলো কেটে এবং উপরিয়ে ফেলে।
সুব্রত কুমার রাহা জানান, আমি এই জমিটা ক্রয়ের পর থেকেই কিছু অসাধু ব্যক্তিগণ আমার সঙ্গে এরূপ আচরণ করছে। যাতে করে আমি এই জমিতে কোন প্রকার ফসল বা গাছ না লাগাতে পারি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই থানায় অভিযোগ দিয়েছি।
অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগটি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।