পাবনার চাটমোহরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক রাজশাহীর আয়োজনে সোনালী ব্যাংক পিএলসি চাটমোহর শাখার সহযোগিতায় রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপ্যাল অফিস পাবনার ডেপুটি জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার পালের সভাপত্বিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, সহকারী পরিচালক শাহিনুর আলম, সোনালী ব্যাংক চাটমোহর শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জাল নোট চেনার উপায় সম্পর্কে উপস্থিত জনসাধারণকে অবহিত করেন এবং এ ব্যাপারে সতর্ক থাকতে বলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর শাখারপ্রিন্সিপ্যাল অফিসার এস এম নুরুল ইসলাম।