পাবনার চাটমোহর উপজেলায় অপহরণের ৪দিন পর মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে র্যাব। শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানায় র্যাব। রবিবার (৩ নভেম্বর) সকালে পাবনা র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৩০ অক্টোবর চাটমোহর উপজেলার চড়াইকোল এলাকার আকমল হোসেনের ছেলে রমজান আলীকে (১৩) আটঘরিয়ার নানির বাসায় যাবার পথে অপহরণ করা হয়। এরপর এদিন রাতে রমজানের মায়ের কাছে ফোনকলে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকিও দেন তারা। এঘটনায় পরদিন অপহৃতের মা ময়না খাতুন চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর গত শনিবার (২ নভেম্বর) ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।
এব্যাপারে র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, অপহৃতকে উদ্ধারে র্যাবের পাবনা ও বগুড়ার একটি টিম শুরু থেকেই কাজ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বড়াল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রমজানকে উদ্ধার করা হলেও অপহরণকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে র্যাব কাজ করছে। দ্রুতই গ্রেফতার করা হবে।